সমি আল দ্বীন, ঢাকা :
এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন আগামী ৫ই মার্চ। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে আটাবের কার্যনির্বাহী পরিষদের ১১তম সভায় সিদ্ধান্ত অনুযায়ী আটাব দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩-২০২৫) নির্বাচন বোর্ড ও আপীল বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা ও আপীল বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছে গোলাম মোহাম্মদ।
নির্বাচনে কয়টি প্যানেল অংশ নিচ্ছে তা এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও বর্তমান মহাসচিব আবদুস সালাম আরেফ ও সহ সভাপতি আফসিয়া জান্নাত সালেহের নেতৃত্বে আটাব গনতান্ত্রিক ফ্রন্ট নির্বাচনে আসছে তা প্রায় চূড়ান্ত। “গড়ি তারুণ্যদীপ্ত অভিজ্ঞ সদস্যবান্ধব স্মার্ট আটাব” এই স্লোগান নিয়ে আটাব গনতান্ত্রিক ফ্রন্টে যেমন রয়েছে তরুণ এবং প্রবীনের সমন্বয়।
এদিকে বর্তমান আটাব সভাপতি মনজুর মোর্শেদ মাহবুব নির্বাচনে অংশ না নেওয়ার ইচ্ছা পোষন করলেও একটি প্যানেল গড়ে তোলার নেপথ্যে রয়েছেন বলে জানা গেছে। তবে আটাবের গতিশীলতা ও স্মার্ট আটাব গঠনে অধিকাংশ সদস্যই বর্তমান কমিটির উপর আস্থাশীল। প্রবীণ সদস্যদের পাশাপাশি নবীনদের বেশিরভাগই একই ছাদের নিচে গনতান্ত্রিক ফ্রন্ট রয়েছেন বলে বিভিন্ন সূত্র জানায়।
সম্প্রতি আটাব নির্বাহী কমিটির সভায় বর্তমান সভাপতির বেশ কিছু বিল নিয়ে হট্টোগোল হওয়ার একপর্যায়ে সভা মুলতবির ঘটনাও ঘটে।