ন্যাশনাল ডেস্ক :
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) যশোর বিমানবন্দরে ইউসিবি ইমপেরিয়াল লাউঞ্জ উদ্বোধন করেছে। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী প্রধান অতিথি হিসেবে লাউঞ্জের উদ্বোধন করেন।
লাউঞ্জ উদ্বোধনকালে তিনি বলেন, ইউসিবি তার গ্রাহকদের দীর্ঘ চল্লিশ বছর ধরে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় যশোর অঞ্চলের বিমান ভ্রমণকারীদের জন্য ইউসিবি ইমপেরিয়াল লাউঞ্জ ব্যবহারের এই নতুন সেবা নিয়ে এসেছে। এখন থেকে ইউসিবি ক্রেডিট কার্ড ব্যবহারকারী ও ইমপেরিয়াল গ্রাহকগণ যশোর বিমানবন্দর দিয়ে ভ্রমণকালে এই আরামদায়ক এবং বিলাসবহুল লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন।
লাউঞ্জ উদ্বোধনকালে ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ইউসিবির ব্র্যান্ড মার্কেটিং ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম মাসুদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।