এম এস সুমন :
আসছে ঈদুল আজহা উপলক্ষে বিগত বছরের মতো আবারও শুরু হল মিরপুর ফার্নিচার ঈদ উৎসব ২০২৪। সোমবার রাজধানীর শেওরাপাড়ার মেহফিল কনভেশন হলে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
ফার্নিচার উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ ১ এবং সভাপতি, বেগম রোকেয়া সরণি ব্যবসায়িক সমবায় সমিতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কে এম আকতারুজ্জামান, সভাপতি, বিএফইএ ও পরিচালক, এফবিসিসিআই, সেলিম এইচ রহমান, সভাপতি, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, মো. ইলিয়াস সরকার, মহাসচিব, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি ও এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন জনাব আলহাজ শেখ আব্দুল আউয়াল, সভাপতি, মিরপুর অঞ্চল, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি।
অনুষ্ঠানে জানানো হয়, ঈদের আগের রাত পর্যন্ত আগারগাঁও থেকে মিরপুর ১০ পর্যন্ত রাস্তার দুই পাশে সব ফার্নিচারে দোকানে চলবে এই বিশাল মেলা। উক্ত উৎসবে ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবং নিজ নিজ শো-রুমে প্রডাক্ট ডিস্প্লে করবেন। মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলা উপলক্ষে প্রতিটা ফার্নিচার শোরুমে রয়েছে বিশেষ ছাড়ের অফার সহ আকর্ষণীয় পুরস্কার। প্রতি ২০,০০০ টাকার কেনা কাটায় ক্রেতারা ১টি করে স্ক্র্যাচ কার্ড পাবেন, যার মধ্যে রয়েছে অসংখ্য পুরস্কার।
এ বিষয়ে প্রধান অতিথি বলেন, দেশীয় পণ্যের বাজার বড় করতে বর্তমান সরকার একদিকে বিদেশী পণ্য আমদানি নিরসাহিত করছে অন্যদিকে রপ্তানি বাড়াতে সব ধরনের সহযোগিতা প্রদান করছে ব্যবসায়ীদের। আমি আশা করছি এই মেলার মাধ্যমে দেশেও চাহিদা মিটিয়ে ফার্নিচার বিদেশে রপ্তানি বাড়তে সহায়ক হবে।
arthakarcha@gmail.com