ঢাকা, ০৬ নভেম্বর ২০২৩:
দ্বীপজেলা ভোলাকে দেশের ইন্ডাস্ট্রিয়াল হাব বানাতে চান বিবিএস ও নাহি গ্রূপের চেয়ারম্যান প্রকৌশলী আবু নোমান হাওলাদার। প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ ভোলাতে কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতির চালিকাশক্তি হয়ে দাঁড়াতে পারে জেলাটি এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশের উন্নয়ন কর্মকান্ড তুলে ভোলার লালমোহনে আয়োজিত এক সুধী সমাবেশে এ আশাবাদ ব্যক্ত করেন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোলা ৩ আসনে আওয়ামিলীগের মনোনায়ন প্রত্যাশী বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী আবু নোমান হাওলাদার।
তিনি বলেন, বিদ্যমান গ্যাস সংকটে ভোলা হতে পারে আশার আলো। ভোলায় ইতিমধ্যে গড়ে উঠা প্রতিষ্ঠানগুলোর জ্বালানীর অভাবে একদিনও উৎপাদন বন্ধ রাখতে হয়নি। দেশি-বিদেশি স্বনামধন্য অনেক প্রতিষ্ঠান ভোলায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে।