ঢাকা ১ জুন, ২০২৫ :
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০৫ ফ্লাইটটি ঢাকা থেকে গতকাল ৩১ মে কানাডার টরন্টো পৌঁছে। টরন্টো ম্যারিওট হোটেলে পৌঁছানোর পর থেকে ফ্লাইটের একজন ক্রু ফ্লাইট স্টুয়ার্ডেজ নুসরাত জাহান বিন্তী নিরুদ্দেশ হয়ে যান। ফ্লাইটটিতে ক্রুদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিফ পার্সার হাফসা আহমেদ শিল্পী। যিনি বর্তমান বিমান ইউনয়নের ভাইস প্রেসিডেন্ট।
হোটেলে পৌঁছে চেকিং সম্পন্ন করে রুমে ঢুকেই বেরিয়ে যান ক্রু নুসরাত জাহান বিন্তি। ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত এফএসএস বিন্তীর কোন সন্ধান পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী কোন ক্রু বাইরে অবস্থান করলে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। কিন্তু বিন্তীর এ ধরনের কোন অনুমোদন ছিল না। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে।
আগামী ৩ জুন ফ্লাইটটি ঢাকা ফেরার কথা রয়েছে।