হেলথবিজ ডেস্ক :
গৌরবময় বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে রাজধানীর পিপলস কেয়ার হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার। উন্নতমানের স্বাস্থ্য সেবা নিয়ে রাজধানীর বারিধারার জে ব্লকে অবস্থিত পিপলস কেয়ার হাসপাতাল সম্প্রতি যাত্রা শুরু করেছে।
হাসপাতালটির চেয়ারম্যান জনাব শওকত হাসান মিয়া জানান, সল্প খরচে আধুনিক মানের স্বাস্থ্য সেবা নিয়ে তারা কার্যক্রম শুরু করেছেন। জনগনের সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
পিপলস কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান জয় জানান, উন্নত মানের স্বাস্থ্য সেবা নিশ্চিতে অত্যাধুনিক মানের যন্ত্রপাতি রয়েছে তাদের হাসপাতালে।
হাসপাতালটির চেয়ারম্যান জনাব শওকত হাসান মিয়া জানান, বিজয়ের মাসে বীর মুক্তিযুদ্ধাদের প্রতি সম্মান জানাতেই বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে তাঁর হাসপাতাল।