ঢাকা, ০৭ নভেম্বর ২০২৪ :
প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মরিশাসে বাংলাদেশিদের ভ্রমণের অফুরন্ত সুযোগ নিয়ে এলো এমিরেটস হলিডেজ।
এমিরেটস হলিডেজের বাংলাদেশে একমাত্র অনুমোদিত এজেন্ট সায়মন হলিডেজ জানায়, বাংলাদেশিদের জন্য মরিশাসে ৪ রাত ৫ দিনের ভ্রমণ প্যাকেজ শুরু ১৭৯৮ ডলারে। এর মধ্যে থাকছে এমিরেটস এয়ারলাইন্সে ঢাকা- মরিশাস- ঢাকা রিটার্ন টিকিট, ৪ রাত মরিশাসের স্বনামধন্য ৩ তারকা মনীষা ও সমমানের হোটেলে রাত্রিযাপন, ভিসা সহযোগিতা ও এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ।


বিস্তারিত জানতে : এমিরেটস হলিডেজ, সায়মন সেন্টার, দ্বিতীয় তলা, বাড়ি -৪/এ, রোড -২২, গুলশান- ১, ঢাকা। হট লাইন:+৮৮০৯৬০৯০০৬২২২.+ ৮৮০৯৬০৯০০১১৩৬