ঢাকা ০৮ জুন, ২০২৪:
প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পর্যটন খাতের ভ্যাট সুবিধা প্রত্যাহার করে নতুন করে যে ১৫ শতাংশ মূসক আরোপ এর প্রস্তাব করা হয়েছে তা প্রত্যাহার এর দাবী জানান পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট মোঃ রাফেউজ্জামান।
বাজেট ঘোষণা পরবর্তীতে এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম এর সাথে সাক্ষাৎকালে এ দাবী জানান। মোঃ রাফেউজ্জামান বলেন, ট্যুর অপারেটরদের কোন পর্যটক এর কাছ থেকে মূসক নেয়ার সুযোগ নেই। কারন ট্যুর অপারেটররা যে হোটেলে পর্যটকদের রাখেন সে হোটেলগুলো খাবার এবং আবাসন উপর সরকারকে মূসক প্রদান করে থাকে। তাই আলাদা করে মূসক আরোপ করা হলে পর্যটন খাত এবং ট্যুর অপারেটর খাত মুখ থুবড়ে পড়বে। যে কারনে এ খাতের মূসক প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
arthakarcha@gmail.com