অর্থকড়চা ডেস্ক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর সাথে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ রোববার সন্ধ্যায় ডিএমপি হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি ট্রাভেল ব্যবসার বিভিন্ন সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন।এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার, অ্যাটাব এর মহাসচিব আব্দুস সালাম আরেফ, সহ-সভাপতি আফসিয়া জান্নাত সালেহ, পাবলিক রিলেশন সেক্রেটারি আতিকুর রহমান, কালচারাল সেক্রেটারি মোহাম্মাদ তোহা চৌধুরীসহ কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।