মেহজাবিন চৌধুরী :
দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) দেশের পর্যটন খাতে নতুন একটি এওয়ার্ড প্রোগ্রাম, টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) প্রদান করতে যাচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটনের প্রচার ও প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতি প্রদান ও উদযাপনের লক্ষ্যে এই মর্যাদাপূর্ণ উদ্যোগ নেয়া হয়েছে।
আগামী ২৯ মে ২০২৪ তারিখে বনানীস্থ হোটেল শেরাটন ঢাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করবেন বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মুহাম্মদ ফারুক খান, এমপি। প্রথম আসরে প্রায় বিশটি (২০) বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে পর্যটন সেবার বিভিন্ন খাত অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটন ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেললে নতুন অ্যাওয়ার্ড প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিন হেলালী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিজেএফবি এর সভাপতি তানজিম আনোয়ার। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর সভাপতি শিবলুল আজম কোরেশী। টোয়াবের সদ্য সাবেক সভাপতি মোঃ রাফেউজ্জামান টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) সম্পর্কে আলোচনা করেন। টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) প্রদানের প্রেক্ষাপট ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে বর্ণনা করেন অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান টোয়াবের সহ-সভাপতি মোহাম্মদ সাহেদউল্লাহ। সংবাদ সম্মেলনের সঞ্চালনার দায়িত্ব পালন করেন টোয়াবের পরিচালক (মিডিয়া এন্ড পাবলিকেশন) মোহাম্মাদ ইউনুছ।
টোয়াবের সভাপতি বলেন, পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের জন্য এজাতীয় একটি অ্যাওয়ার্ড প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অত্যন্ত আনন্দিত যে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন টোয়াবের সকলের উদ্যেগে টিটা অ্যাওয়ার্ড প্রদান প্রোগ্রামটি করতে যাচ্ছি। এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম ইভেন্টটি এমন ব্যক্তি, সংস্থা এবং উদ্যোগকে সম্মান জানানোর একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে, যারা স্থানীয় এবং বৈশ্বিক পর্যায়ে দেশের এই গুরুত্বপূর্ণ শিল্পের উন্নয়নে মূল্যবান অবদান রেখে চলেছেন, তাদের যথাযথ স্বীকৃতি প্রদান করাই আমাদের উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজ বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম জ্যাওয়ার্ড (টিটা) অনুষ্ঠানের টেকনোলজি পার্টনার এম৩৬০আইসিটির ভাইস প্রেসিডেন্ট চৌধুরি মোস্তাক আহমেদ ও সিইও ফাহিম শাহরিয়ার বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে টোয়াবের সকল পরিচালক ও অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
টোয়াবের সভাপতি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
arthakarcha@gmail.com