স্টাফ রিপোর্টার :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম ( অতিরিক্ত সচিব) এর সাথে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জনাব একেএম নুরুল হুদা আজাদ আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিমানের প্রধান কার্যালয় বলাকায় সাক্ষাৎ করেন।
বৈঠকে ঢাকাকে কার্গো হাব হিসেবে গড়ে তোলা, ফ্রেইটার চালু করা, ট্রানজিট/ট্রান্সফার কার্গো ব্যবস্থাপনা প্রক্রিয়া, ওয়্যার হাউজ নির্মাণ, বিমান কার্গো ডিস্ট্রিবিউশন সিস্টেম এর সাথে কাস্টমস এর সিস্টেমের ইন্ট্রিগেশন, আমদানি-রপ্তানী ব্যবস্থা সহজীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসময় বিমান এর পরিচালক প্রশাসন ও মানব সম্পদ জনাব মোঃ ছিদ্দিকুর রহমান (যুগ্মসচিব), পরিচালক কার্গো জনাব মোঃ কামরুল হাসান খান, এনডিসি (যুগ্মসচিব), পরিচালক বিপণন ও বিক্রয় জনাব মোহাম্মদ সালাহউদ্দিন, ঢাকা কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার জনাব কাজী ফরিদ উদ্দীন সহ বিমান এর কার্গো পরিদপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।