মাদারীপুর (শিবচর) :
মাদারীপুর -১ আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম রাজনৈতিক অঙ্গন। বিএনপি’র ত্যাগী নেতা কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত নিয়ে স্বয়ং বিব্রত বিএনপির হাই কমান্ড। কি কারনে তাঁর মনোনয়ন স্থগিত করা হলো এর কোন সুস্পষ্ট বাখ্যা নেই দলটির পক্ষ থেকে।

লাভলু সিদ্দিকীর মুখে বিএনপি, অন্তরে আওয়ামীলীগ
অনুসন্ধানে জানা যায়, হাসিনাস ম্যান সাবেক চিফ হুইপ লিটন চৌধুরী শতকোটি টাকা বাজেট করেছেন যাতে যেকোন মূল্যে কামাল জামান মোল্লার মনোনয়ন না পায়। তার আস্থাভাজন লাভলু সিদ্দিকী বিএনপির মনোনয়ন পেলে লিটন চৌধুরীর মাদারীপুরে অপরাধের সাম্রাজ্য চলমান থাকবে এমনটিই উদ্দেশ্য। সাথে যুক্ত হয়েছে স্থানীয় জামায়াতের কিছু নেতা-কর্মী।

লন্ডনে লিটন চৌধুরীর সাথে দেখা করে তার অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রাখার মিটিং শেষে লাভলু সিদ্দিকী
মাদারীপুরের শিবচরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও জামায়াতের প্রধান টার্গেট ছিল বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল জামান মোল্লা। বিএনপির প্রাথমিক মনোনয়ন পাবার পর তাঁকে নিয়ে কেন ষড়যন্ত্রে মেতে উঠে একটি কুচক্রী মহল ?সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আই ব্যবহার করে নানা বিকৃত সংবাদ প্রচার শুরু হয় কামাল জামান মোল্লাকে নিয়ে।

কার হয়ে কাজ করছে লাভলু সিদ্দিকী ?
বিভিন্ন সংস্থার প্রতিবেদনে এর সত্যতা পাওয়ায় বিএনপির হাই কমান্ড কামাল জামান মোল্লাকেই মাদারীপুর-১ আসনে মনোনয়নের বিষয়টি এখন চূড়ান্ত রেখেছেন। জানা যায় , বিগত ১৮ বছর ঢাকা ১৭ ও মাদারীপুর ১ আসনে বিভিন্ন মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতার হওয়া বিএনপি নেতা -কর্মীদের পাশে ছিলেন কামাল জামান মোল্লা। নিজেও একাধিকবার কারাবরন করেছেন। অথচ মাদারীপুর ১ আসনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী লাভলু সিদ্দিকী ছিলেন লিটন চৌধুরীর আশীর্বাদপুস্ট একদিনের জন্যও তাকে যেতে হয়নি জেলে ছিলনা কোন মামলাও।

একই মঞ্চে শিবচর পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন খান এবং লিটন চৌধুরীর ভাই জেলা আওয়ামীলীগের ভাইস -প্রেসিডেন্ট ও মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাথে লাভলু সিদ্দিকী
স্থানীয় জুয়েল হোসেন জানান , লাভলু -নাভিলা দুই ভাই -বোনের অভিনয় সিনেমার গল্পকেও হার মানায়। সুযোগসন্ধানী ভাই বোন স্বার্থের কারণে কখনো জাতীয় পার্টি, কখনো আওয়ামলীগ আবার কখনো বিএনপি দাবী করেন। আর তাই একদিনের জন্যও তাদের যেতে হয়নি জেলে। ফ্যাসিস্ট লিটন চৌধুরীকে নিয়েও কখনো তাদের মাঝে ছিল না কোন ক্ষোভ, উল্টো পরিচিতজনদের কাছে লিটনের প্রশংসায় পঞ্চমুখ। এসব ভন্ডদের স্থান আমাদের শিবচরে হবে না।

কামাল জামান মোল্লাই পাচ্ছেন বিএনপি’র মাদারীপুর -১ আসন
কামাল জামান মোল্লার বিরুদ্ধে অপপ্রচারে যে দু -একজন বিএনপি নামধারীকর্মী মদদ জোগিয়েছিলো তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বিএনপি। এদিকে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের পর থেকে তৃণমূল নেতাকর্মীদের সভা -সমাবেশই প্রমান করছে এলাকায় তাঁর জনপ্রিয়তা। বিষয়টি নিয়ে বিএনপির এক সিনিয়র নেতা জানান, মাদারীপুর -১ আসন বিএনপিকে পেতে হলে কামাল জামান মোল্লাই যোগ্যপ্রার্থী। আর তাই দলীয় হাই কমান্ড তাঁকেই মনোনয়ন দিতে যাচ্ছে।

মাদারীপুরের শিবচরে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে জনসভায় কামাল জামান মোল্লা
নাম প্রকাশে অনিচ্ছুক শিবচরের একজন শিক্ষক জানান, লিটন চৌধুরী এলাকায় যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তা টিকিয়ে রাখার জন্য লাভলু সিদ্দিকী অথবা তার বোনকে বিএনপির মনোনয়ন দেওয়ার চেষ্টা করেছিল লিটনের লোকেরা। তারেক রহমানকে নিয়েও বাজে মন্তব্য করতে কার্পণ্য করেনি লাভলু সিদ্দিকীর লোকেরা। তবে সব ষড়যন্ত্র উপেক্ষা করে কামাল জামান মোল্লাই এই আসন থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাবে বলে আমার বিশ্বাস।

মাদারীপুরের শিবচরে জনসমুদ্রে কামাল জামান মোল্লা
মরিয়ম নামের শিবচরের একজন ভোটার জানান, ১৮ বছর বিদেশে বিলাসী জীবন কাটিয়ে লাভলু সিদ্দিকীর বোন নাভিলাও এখন বিএনপি প্রার্থী হতে চায়। আর লিটন চৌধুরীর ডান হাত লাভলু সিদ্দিকী ১৮ বছরে একদিনও জেলে না যেয়ে একটা মামলাও না খেয়ে কিভাবে বিএনপির ত্যাগী নেতা দাবী করেন তা খুবই হাস্যকর। এইসব হাইব্রিডমুক্ত শিবচর চাই আমরা।

