মাদারীপুর (শিবচর) :
মাদারীপুরের শিবচরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও জামায়াতের প্রধান টার্গেট ছিল বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল জামান মোল্লা। বিএনপির প্রাথমিক মনোনয়ন পাবার পরতাঁকে নিয়ে কেন ষড়যন্ত্রে মেতে উঠে একটি কুচক্রী মহল ? সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিকৃত সংবাদ প্রচার শুরু হয় কামাল জামান মোল্লাকে নিয়ে।
অনুসন্ধানে জানা যায়, সাবেক চিফ হুইপ লিটন চৌধুরী শতকোটি টাকা বাজেট করেছেন যাতে যেকোন মূল্যে কামাল জামান মোল্লার মনোনয়ন না পায়। তার আস্থাভাজন লাভলু সিদ্দিকী বিএনপির মনোনয়ন পেলে লিটন চৌধুরীর মাদারীপুরে অপরাধের সাম্রাজ্য চলমান থাকবে এমনটিই উদ্দেশ্য। সাথে যুক্ত হয়েছে স্থানীয় জামায়াতের কিছু নেতা-কর্মী।

বিভিন্ন সংস্থার প্রতিবেদনে এর সত্যতা পাওয়ায় বিএনপির হাই কমান্ড কামাল জামান মোল্লাকেই মাদারীপুর-১ আসনে মনোনয়নের বিষয়টি এখন চূড়ান্ত রেখেছেন। জানা যায় , বিগত ১৮ বছর ঢাকা ১৭ ও মাদারীপুর ১ আসনে বিভিন্ন মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতার হওয়া বিএনপি নেতা -কর্মীদের পাশে ছিলেন কামাল জামান মোল্লা। নিজেও একাধিকবার কারাবরন করেছেন। অথচ মাদারীপুর ১ আসনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী লাভলু সিদ্দিকী ছিলেন লিটন চৌধুরীর আশীর্বাদপুস্ট একদিনের জন্যও তাকে যেতে হয়নি জেলে ছিলনা কোন মামলাও।
কামাল জামান মোল্লার বিরুদ্ধে অপপ্রচারে যে দু -একজন বিএনপি নামধারীকর্মী মদদ জোগিয়েছিলো তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বিএনপি। এদিকে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের পর থেকে তৃণমূল নেতাকর্মীদের সভা -সমাবেশই প্রমান করছে এলাকায় তাঁর জনপ্রিয়তা। বিষয়টি নিয়ে বিএনপির এক সিনিয়র নেতা জানান, মাদারীপুর -১ আসন বিএনপিকে পেতে হলে কামাল জামান মোল্লাই যোগ্যপ্রার্থী। আর তাই দলীয় হাই কমান্ড তাঁকেই মনোনয়ন দিতে যাচ্ছে।

